১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও আবেদনের সুযোগ না পাওয়া প্রার্থীরা বিশেষ গণ-বিজ্ঞপ্তির দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ষষ্ঠ নিয়োগে সুপারিশপ্রাপ্তদের ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপত্র দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে যথারীতি যোগদান করা শিক্ষকদের এমপিওভুক্তির কার্যক্রম গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।
১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ই-সনদ প্রদান এবং ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দাবিতে আবারো আন্দোলনে নেমেছেন চাকরি প্রার্থীরা।